আনসার কমান্ড্যান্টের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

দুদক কর্মকর্তাকে ঘুষ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:২০ পূর্বাহ্ণ

দরপত্রে অনিয়মের মাধ্যমে তিন লক্ষ টাকা আত্মসাত ও পরবর্তীতে ওই মামলার তদন্ত কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ার ঘটনায় পৃথক দুটি মামলায় আদালত আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন।
গতকাল বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেনের আদালত শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। এর মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কার্যক্রম শুরু হয়েছে। দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু গতকাল আজাদীকে বলেন, ২০১৯ সালে আসামি আশিকুর রহমানের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের মাধ্যমে ২ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওই সময় বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক থাকাকালে দরপত্রে এ অনিয়ম হয়েছিল।
ওই মামলার তদন্ত চলাকালে আসামি আশিকুর রহমান দুদকের তদন্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা ঘুষ দেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। এ ঘটনায় তখন ডবলমুরিং থানায় একটি মামলা হয়।
অ্যাডভোকেট লাভলু বলেন, আসামির বিরুদ্ধে করা পৃথক দুটি মামলায় দুদক তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।

পূর্ববর্তী নিবন্ধকফিল পদ্ধতি বাতিল করছে সৌদি আরব
পরবর্তী নিবন্ধসলিম উল্লাহসহ ১৩ শিক্ষক বহিষ্কার