ময়লার ব্যবসার দ্বন্দ্বে খুন হওয়া জসিম উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সোহাগকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লা জেলার লাকসাম থানা থেকে গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে নগরের বন্দর থানার চান্দারপাড়ার মো. লোকমানের সন্তান।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জসিম হালিশহর আনন্দবাজার টিজি কলোনির আরমান বিল্ডিংয়ের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। একইসঙ্গে আনন্দ বাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকৃত বর্জ্য থেকে বোতল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য কুড়িয়ে অন্যত্র বিক্রি করতেন। গ্রেপ্তার সোহাগ বোতল না কুড়ানোর জন্য জসিমকে বিভিন্ন সময় চাপ দিত। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর রাত ৮টার কিছু পর টিজি কলোনির প্রবেশ মুখের পাকা রাস্তার উপর জসিমকে পেয়ে ছুরিকাঘাত করে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মারা যায় জসিম। জসিমের ভাই বাদী হয়ে বন্দর থানায় ১৩ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোহাগ এজাহারনামীয় ৩ নম্বর আসামি। তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।