আনজুমান ট্রাস্টভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সিলেবাস বহাল রেখে অভ্যন্তরীণ শিক্ষা কার্যক্রম নিজস্ব শিক্ষা বোর্ড কর্তৃক পরিচর্যা করা হবে এবং সব মাদ্রাসা যাতে একই কারিকুলামে, একই সিলেবাসে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আধ্যাত্মিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান চর্চাকে প্রাধান্য দিতে হবে, যাতে সাচ্চা আলেমরা একই সাথে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং নিজেদেরকে জাগতিকভাবেও প্রতিষ্ঠিত করতে পারে।
গতকাল শনিবার আলমগীর খানকাহ শরীফে আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওলাদে রাসুল, পীর–এ বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) আনজুমান ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে আসা ট্রাস্টের মাদ্রাসাগুলোর সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ–সুপারগণ এ সম্মেলনে যোগ দেন। তাঁদের উদ্দেশ্যে পীর–এ বাঙাল হুজুর বলেন, তলোয়ারের চেয়ে বড় শক্তি হলো কলমের। তাই পড়ালেখার গতি বাড়াতে হবে, দেশসেরা ফলাফল করা জামেয়া এক্ষেত্রে সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। এ ধরনের অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করার জন্য আনজুমান কর্তৃপক্ষকে আহ্বান জানান। উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষ হতে এ বোর্ডের কার্যক্রম শুরু হবে। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের নীতিমালা প্রণয়নের সাথে শুরু হতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বোর্ডের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
এতে বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা হযরত সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ্ এবং সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ্। বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী, এডিশনাল সেক্রেটারি ও অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, ঢাকা আনজুমানের জয়েন্ট সেক্রেটারি আবদুল মালেক বুলবুল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা কাদেরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দীন আল–আযহারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক ওসমানীসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ–সুপারবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার। শেষে ট্রাস্টের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।