আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভা গতকাল সোমবার ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসুল, পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।গত ৬ সেপ্টেম্বর জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.)-কে স্বতঃফূর্তভাবে সফল করায় চসিক, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগসহ সরকারি–বেসরকারি প্রশাসন, বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবকগণ এবং জুলুছে অংশগ্রহণকারী কোটি জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশের প্রস্তাব আনেন সভার সভাপতি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
সাথে তা সভায় উপস্থিত সকলে সমর্থন করেন।
ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের উপস্থাপনায় আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সভায় তুলে ধরেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ সোলায়মান আনসারী, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো. ইব্রাহীম, মোহাম্মদ ওমর সুলতান, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, আবদুল হাই মাসুম, প্রফেসর জসিম উদ্দীন, মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, মোহাম্মদ নুরুল আমিন, মাহবুবুল আলম, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ মাহবুব ছাফা, মোহাম্মদ হোসেন খোকন, উপদেষ্টা আবদুস সাত্তার চৌধুরী।সভায় আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের অনুমোদন দেওয়া হয় যা ২০২৬ শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে, ট্রাস্টের কার্যক্রম আরও সুন্দর ও সুচারুরূপে সম্পাদনের লক্ষে একাধিক উপ–কমিটি গঠনে করণীয়, দরসে নেযামী শিক্ষার প্রয়োজনীয়তা ও মানোন্নয়নে করণীয়, দাওয়াতে খাইরের গুরুত্ব ও গতিশীলতা বৃদ্ধিকল্পে করণীয় বিষয়ে বিষদ আলোচনা হয়। শুরু হতে আনজুমানের সাথে যারা জড়িত ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বংশধরদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্তকরণ, বিশেষ করে ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম মোহাম্মদ মহসিনের প্রতি শুকরিয়া আদায় করা হয়। এছাড়া আরও একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার পূর্বে হুজুর কেবলা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শিক্ষক–শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্লিনিক উদ্বোধন করেন। এসময় সাহেবজাদা হুজুরগণের সাথে আনজুমান, জামেয়া ও মেডিকেল ক্লিনিকের ডাক্তার উপস্থিত ছিলেন। শেষে, হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বাংলাদেশ, মুসলিম উম্মাহ বিশেষ করে আনজুমান–জামেয়া–গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত সকলের জন্য দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।












