আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটি গঠিত

আল্লামা সাবির শাহ্‌’র অনুমোদন

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত স্বতন্ত্র প্রতিষ্ঠান আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড পরিচালনার জন্য গঠিত কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল, পীরএ বাঙাল হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)। গতকাল শনিবার দুপুরে দিদার মার্কেটস্থ ট্রাস্টের প্রধান কার্যালয়ে যৌথসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ কমিটিকে অনুমোদন প্রদান করেন। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও বোর্ডের পক্ষে ট্রাস্ট সদস্য মোহাম্মদ আবদুল হামিদ। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ ও মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. নূ ক ম আকবর হোসেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, চুয়েট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ গোফরান, হালিশহরস্থ মাদ্‌রাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী।

হুজুর কেবলা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেন ড. নূ ক ম আকবর হোসেনকে। সচিব করেন প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনকে। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সচিব হিসেবে অধ্যাপক মুহাম্মদ গোফরান, ট্রাস্ট প্রতিনিধি হিসেবে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট/সেক্রেটারি জেনারেল, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, ট্রাস্টের মাদ্‌রাসা প্রতিনিধি হিসেবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নেযামীর নাযেমে আ’লা আল্লামা হাফেজ মোহাম্মদ সোলায়মান আনসারী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্‌রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি হিসেবে চবি আইসিটি সেলের অ্যাডিশনাল ডিরেক্টর অধ্যাপক রোকন উদ্দীন ফারুকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন মনোনীত হন। উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানকে বোর্ডের মুখপাত্র নির্বাচন করা হয়।

দিক নির্দেশনা দিতে গিয়ে হুজুর কেবলা বলেন, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড ট্রাস্ট পরিচালিত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাস্টের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় গুরুত্বারোপে বিশেষ নজর দিতে বলেন বোর্ড কর্তৃপক্ষকে। বোর্ডকে সার্বিক সহযোগিতার জন্য ট্রাস্ট নেতৃবৃন্দের প্রতি তিনি নির্দেশ প্রদান করেন। হুজুর কেবলার নির্দেশনা ও চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষণ করে বোর্ডকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ট্রাস্ট নেতৃবৃন্দ। শেষে বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন শিক্ষা ভর্তি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধসৃজনশীলতা ও পরিবেশ সচেতনতায় ফ্রোবেল একাডেমিতে বার্ষিক কনসার্ট