আনজুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের প্রস্তুতি সভা

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী (রহ.) এবং আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ১৯তম বার্ষিক উরশ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ৬ ফেব্রুয়ারি আনজুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ্‌সূফি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। সঞ্চালনায় ছিলেন শাহ্‌জাদা হাফেজ কাযী মাওলানা খালেদুর রহমান হাশেমী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, জামাল কোম্পানী, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মাওলানা আজিজুল হক হোসাইনী, মাওলানা শিব্বির আহমদ উসমানী, হাজী এমরান, মুহাম্মদ শামসুল আলম কোম্পানি, হাজী আব্দুর রহমান সাওদাগর, আবুল কালাম আবু মুহাম্মদ নাজমুল হাসান, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী প্রমুখ।

তিনদিন ব্যাপী বার্ষিক উরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছেফ্রি চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্প এবং ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠান। শাহ আমিন হাশেমী স্মৃতি বৃত্তি, নাতে রাসূল (.) প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মোশায়েরা জিকিরে মোস্তফা (.) মাহফিল। মাজার শরীফে গিলাফ চড়ানো জিয়ারত ও মুনাজাত। খতমে কুরআন, খতমে সহীহ বোখারী শরীফ, খতমে তাহলীল, খতমে গাউছিয়া, খতমে খাজেখান শরীফ, পুস্পমাল্য অর্পণ ও মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধএপিক হাদি ক্যাসেল প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠান