আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৪:৪৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। বুধবার রাত দেড়টার দিকে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। নিহত রিয়াদ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মো. মহসিনের ছেলে। আহতরা হলেনমোহাম্মদ বাবু (২১), মোহাম্মদ হাসান (২৫), আবুল কাশেম (৫৫), মো. সোহেল (২৮), মো. ইলিয়াস (২০) ও মোহাম্মদ রুবেল (৩৫)। এ ঘটনায় বাবুল মিয়া ও অজয় নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, দুইজনের কথা কাটাকাটির জেরে রেঁস্তোরার এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

ধারণা করছি, ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা হয়েছে। পুলিশ জানায়, রেঁস্তোরাটির মালিক স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ বাবুল নামের স্থানীয় আরেক ব্যক্তির অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে এক সহযোগীসহ বাবুলকে গ্রেপ্তার করেছে। নিহত রিয়াদ রেঁস্তোরার ব্যবস্থাপক ছিলেন। আহত ব্যক্তিরা সবাই ইকবালের অনুসারী। জানা গেছে, নগরীর হামিদচর বেড়িবাঁধ এলাকায় দখলবেদখল নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। গত মাসে এমনই একটি ঘটনার জেরে গতকাল রাতে হামিদচর এলাকায় বাবুল তাঁর অনুসারীদের নিয়ে আসেন। খবর পেয়ে তাঁদের প্রতিরোধে এগিয়ে আসেন ইকবালের লোকজন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পূর্ববর্তী নিবন্ধইয়াহিয়া ঢাকায় এলেন, ভবনে ভবনে উড়েছিল কালো পতাকা
পরবর্তী নিবন্ধ১২ ওয়ার্ডে কমিটি ঘোষণা ২০ সদস্যের নগর কমিটির