বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মোস্তফা আলী (৩৮) নামে একজনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গত শুক্রবার রাতে গন্ডামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মনাজি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. মোস্তফা আলী গন্ডামারা ইউনিয়নের নজির আহমদের ছেলে। ঘটনার পর আহত মোস্তফাকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে তাকে চমেক হাসপাতালে রেফার করে চিকিৎসক। সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের ভাই মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে গতকাল শনিবার ৩৩ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। এতে পুলিশ অভিযান চালিয়ে গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে মোস্তাফা আলী (৫২), তার ছেলে সরোয়ার (২৮), এজাহার মিয়ার ছেলে জাফর আহমদ নামে ৩ জনকে জড়িত সন্দেহ আটক করা হয়েছে। বাঁশখালী থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, গন্ডামারার হামলার ঘটনায় আহত মোস্তফা আলীর ভাই বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ৩ জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।