আধিপত্য বিস্তারের জের, মহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজুয়ার ঘোনা গ্রামের মৃত ইমাম শরীফের পুত্র আবু বক্করের (৩৫) সাথে একই গ্রামের জাগির হোছনের পুত্র কাজলের (২৫) মধ্যে মাদক বিক্রির অভিযোগ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। এর জেরে গতকাল শনিবার ভোর রাতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যায়। এতে জাগির হোসেনের পুত্র কাজল (২৫), আইয়ুব (৫০), রাশেল (২৬), মৃত মোক্তার আহমদের পুত্র সুমন (২৫), মোহাম্মদ আইয়ুবের পুত্র আবিদ (১৪) ও লেডা মিয়ার পুত্র রায়হান (১৬) আহত হয়। অপরদিকে তাদেরকে আহত করে সিএনজিচালিত টেক্সি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইমাম শরীফের পুত্র আবু বক্কর (৩৫) ও তার ভায়রা রাশেলকে (২৮) স্থানীয় উত্তেজিত জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করা হয়েছে। আটককৃত দুজনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে। তারা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপি নেতার ঘরে ডাকাতির ঘটনায় আটক ৩
পরবর্তী নিবন্ধগীতা রাণী দত্ত