আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

কক্সবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিলে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মাহে রামাদান মহান আল্লাহ তা’আলার শ্রেষ্ঠ উপহার। রমাদানে মহান আল্লাহ কুরআন নাজিল করেছেন। দুনিয়ার জীবনে কোন না কোন ক্ষেত্রে কুরআন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত না করলে পরকালে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই কুরআন পড়েবুঝে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসা সকলের দায়িত্ব। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। আমাদের মধ্যে চিন্তার ঐক্য নেই। কেউ বলছি ক্ষমতা আগে। আর কেউ সংস্কার আগে। আমাদের মধ্যে দেশ নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান প্রয়োজন। তিনি বলেন, আগ্নেয়গিরির মতো জেগে ওঠা নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সকল কিছুর উর্ধ্বে রেখে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। গত ১৩ মার্চ শহরের একটি রেস্টুরেন্টে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, নেজাম ইসলাম পার্টি জেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ফেসবুকে যৎ সামান্য কাদা ছোড়াছড়ি, লেখালেখি হচ্ছে, সেটা সমাধানযোগ্য। মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : খসরু