রাউজান উপজেলার পূর্ব গুজরার আধারমানিকে দুদিনব্যাপী অন্নকূট মহোৎসব আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আধারমানিক মল্লিকবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মহোৎসবের প্রথম দিনে ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তনের অধিবাস। দ্বিতীয় দিনে দিনব্যাপী নাম সংকীর্তন। প্রেস বিজ্ঞপ্তি।