আধঘণ্টা চেষ্টার পর আটকা পড়া চালককে উদ্ধার

লোহাগাড়ায় উল্টে গেল লবণ বোঝাই ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে লবণ বোঝাই একটি ট্রাক। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির ভেতর আটকা পড়া আহত চালককে আধা ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম। আহত চালকের নাম মোহাম্মদ রাজু (৩৫)। তার বাড়ি রাজশাহীর বাঘমারা এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী লবণ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়ে চালক ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা আটকে পড়া আহত চালককে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা যন্ত্রপাতি দিয়ে ট্রাকের দরজা কেটে আহত অবস্থায় চালককে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি ২ মামলা
পরবর্তী নিবন্ধদুই বছর অর্ধ সমাপ্ত পড়ে আছে ফাঁড়িরকুল ব্রিজ