ঐতিহাসিক এক চুক্তির মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে পুরনো অস্ট্রেলিয়ার ডেইনট্রি ক্রান্তীয় রেইনফরেস্ট বা চিরহরিৎ বন আদিবাসী জিম্মাদারদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বিশ্ব ঐতিহ্য ঘোষিত এই জাতীয় উদ্যান ১৮ কোটি বছরেরও বেশি পুরোনো। খবর বিডিনিউজের।
সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করে আসছে আদিবাসী জনগোষ্ঠী। চুক্তির মধ্য দিয়ে বনাঞ্চলটির মালিকানা বুধবার আনুষ্ঠানিকভাবে পূর্বাঞ্চলীয় কুকু ইয়ালানজি জনগোষ্ঠীর হাতে হস্তান্তর করেছে কুইসল্যান্ড। এর মাধ্যমে কুইন্সল্যান্ড সরকার বিশ্বের সবচেয়ে পুরোনো একটি জীবন্ত সংস্কৃতিকে স্বীকৃতি দিল। এখন পূর্বাঞ্চলীয় কুকু ইয়ালানজি জনগোষ্ঠী কুইন্সল্যান্ড রাজ্য সরকারের সঙ্গে এই জাতীয় উদ্যান তদারক করবে বলে জানিয়েছে বিবিসি। ডেইনট্রি চিরহরিৎ বনের সীমান্ত গ্রেট ব্যারিয়ার রিফ পর্যন্ত বিস্তৃত এবং এটি অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র।
এক বিবৃতিতে পরিবেশমন্ত্রী মেগান স্কানলন বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর নিজেদের কাউন্টি তাদের অধীনেই থাকা, দেখভাল করা, নিজ সংস্কৃতি সুরক্ষিত রাখা এবং পর্যটন শিল্পের নেতৃত্বের আসনে বসে সবকিছুই দর্শণার্থীদেরকে দেখানোর স্বীকৃতি মিলল।