আদালত থেকে পালিয়ে মোটরসাইকেলসহ গ্রেফতার

আজাদী অনলাইন | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:১৭ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে পালিয়ে যায় মো. ইয়াছিন শাকের জনি(২৩)।

তাকে চোরাই মোটরসাইকেলসহ আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

আজ সকালে নগরীর কাজীর দেউড়ির এপোলো শপিং সেন্টারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. ইয়াছিন শাকের জনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, বাকলিয়া থানার মাদক মামলার আসামি মো. ইয়াছিন শাকের জনিকে আদালতে হাজির করা হলে তিনি আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান। আদালতের হাজতখানা থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়। বর্তমানে মামলাটি পিবিআই চট্টগ্রাম মেট্রোর তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, “আমরা সম্প্রতি মোটরসাইকেল চোরদের একটি চক্রকে গ্রেফতার করেছি। ওই চক্রের পলাতক সদস্য হিসেবে আমরা ইয়াছিনকে আজ রবিবার সকালে কাজীর দেউড়ি মোড়ের এপোলো শপিং সেন্টারের নিচ তলা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করি।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলার রায় মঙ্গলবার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা