নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে পালিয়ে যায় মো. ইয়াছিন শাকের জনি(২৩)।
তাকে চোরাই মোটরসাইকেলসহ আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
আজ সকালে নগরীর কাজীর দেউড়ির এপোলো শপিং সেন্টারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. ইয়াছিন শাকের জনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, বাকলিয়া থানার মাদক মামলার আসামি মো. ইয়াছিন শাকের জনিকে আদালতে হাজির করা হলে তিনি আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান। আদালতের হাজতখানা থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়। বর্তমানে মামলাটি পিবিআই চট্টগ্রাম মেট্রোর তদন্তাধীন রয়েছে।
তিনি বলেন, “আমরা সম্প্রতি মোটরসাইকেল চোরদের একটি চক্রকে গ্রেফতার করেছি। ওই চক্রের পলাতক সদস্য হিসেবে আমরা ইয়াছিনকে আজ রবিবার সকালে কাজীর দেউড়ি মোড়ের এপোলো শপিং সেন্টারের নিচ তলা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করি।”