আদালতের সাথে প্রতারণা, বিচারকের মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:১৩ পূর্বাহ্ণ

জালজালিয়াতির মাধ্যমে সৃজনকৃত ‘ব্যাটারি চালিত অটো রিকশা বিক্রয়ের চুক্তিনামা’ প্রতারণার মাধ্যমে খাঁটি হিসেবে দাখিল করার দায়ে মো. জামাল হোসেন নামের খুলশীর এক বাসিন্দার বিরুদ্ধে মামলা করেছেন বিচারক। গতকাল চট্টগ্রামের ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতসূত্র জানায়, মামলার এজহারে বিচারক উল্লেখ করেন, আসামি জামাল হোসেন বায়েজিদ থানার একটি মামলায় জব্দকৃত ব্যাটারি চালিত অটো রিকশার মালিক দাবি করে গত ১০ জানুয়ারি জিম্মার আবেদন করেন এবং জিম্মার আবেদনের সাথে সংযুক্তি হিসেবে ১ টি নন জুডিসিয়াল স্ট্যাম্প দাখিল করেন। গত বছরের ১৪ জানুয়ারির ১০০ টাকার খঠ ০৩৯৫৮৬৫ নম্বর ক্রমিকের স্ট্যাম্পটিতে সদর মোকাম কালেক্টরি, চট্টগ্রামের সিরিয়াল নম্বর ছিল না। এ জন্য আদালত উক্ত ১০০ টাকার উক্ত নন জুডিসিয়াল স্ট্যাম্প পর্যালোচনা করে স্ট্যাম্পে ২য় পক্ষের স্বাক্ষরটি কাটাছেঁড়া ও সিরিয়াল নম্বর উল্লেখ না থাকায় দাখিলকৃত স্ট্যাম্পটির ইস্যুর তারিখসহ সঠিকতা যাচাই করে প্রতিবেদন দাখিল করতে ট্রেজারি, চট্টগ্রামকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ট্রেজারি শাখা থেকে দাখিলকৃত প্রতিবদনে জানানো হয়, দাখিলকৃত ১০০ টাকা মূল্যমানের নন জুডিসিয়াল খঠ ০৩৯৫৮৬৫ নম্বর সিরিজের স্ট্যাম্পটি গত বছরের ১২ সেপ্টেম্বর ট্রেজারি থেকে সরবরাহ করা হয়। মামলার এজহারে উল্লেখ করা হয়, ট্রেজারি শাখা থেকে দাখিলকৃত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, আসামি মো. জামাল হোসেন অজ্ঞাতনামা অন্য লোকসহ পরস্পর যোগসাজশে গত বছরের ১২ সেপ্টেম্বর পরবর্তী যেকোন দিনে খঠ ০৩৯৫৮৬৫ নম্বর সিরিজের স্ট্যাম্পটি ক্রয় করে জালজালিয়াতির আশ্রয় নিয়ে সেখানে গত বছরের ১৪ জানুয়ারি তারিখ উল্লেখ করে আদালতে দাখিল করেন। এটি একটি প্রতারণা উল্লেখ করে এজহারে আরো বলা হয়, জালজালিয়াতির মাধ্যমে সৃজনকৃত ‘ব্যাটারি চালিত অটো রিকশা বিক্রয়ের চুক্তিনামা’ প্রতারণার মাধ্যমে খাঁটি হিসেবে আদালতে দাখিল করে দণ্ডবিধির ৪৬৭/৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মো. জামাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধউপ-কমিটির চেয়ারম্যান আ. লীগের উপ-কমিটিসমূহের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান হলেন যারা
পরবর্তী নিবন্ধস্টকহোমে পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ