আদালতের নির্দেশ, অনুমতি ছাড়া জ্যাকির কণ্ঠ ব্যবহার নয়

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

অনুমতি ছাড়া বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছবি এবং কণ্ঠস্বর কোনো বিজ্ঞাপন বা ভিডিও কনটেন্টে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দিল্লির হাই কোর্ট। এনডিটিভি লিখেছে, বিচারপতি সঞ্জীব নরুলার একটি বেঞ্চ জ্যাকি শ্রফের দায়ের করা একটি মামলার শুনানি নিয়ে এক অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, অভিনেতা জ্যাকি শ্রফের ছবি সংবলিত ওয়ালপেপার, টিশার্ট এবং পোস্টার ইকমার্স সাইটগুলোতে বিক্রি করা যাবে না। খবর বিডিনিউজের।

এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বরও কোনো ভিডিওতে ব্যবহার করা যাবে না। মামলার শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ দিয়েছে আদালত। কয়েকদিন আগে অনুমতি ছাড়া যাতে কেউ তার কণ্ঠস্বরও ব্যবহার করতে না পারে, সেই জন্য মামলা করেন তিনি। পাশপাশি এখনও পর্যন্ত যেসব ভিডিও তার কণ্ঠ ব্যবহার করে বানানো হয়েছে, সেগুলো সোশাল মিডিয়া থেকে সরিয়ে নিতে আবেদন করেছিলেন অভিনেতা।

পূর্ববর্তী নিবন্ধকানাডায় তিন ঘণ্টায় শেষ টিকিট বাড়তি কনসার্ট করল আর্টসেল
পরবর্তী নিবন্ধজুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা