লোহাগাড়া উপজেলার কলাউজান আদারচরে ঘর নির্মাণের জন্যে বন্যাদুর্গতদের মাঝে জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশের যুগ্ম–সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাশ ও বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশের যৌথ সৌজন্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. এ. ওয়াহেদ, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, সমাজসেবক আনন্দ মোহন নাথ, সমাজসংগঠক অধর কান্তি নাথ টিপু, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংগঠক কৃষ্ণানন্দ দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অর্থ বিতরণকালে লায়ন তপন কান্তি দাশ বলেন, প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কিছু করা উচিত। অধ্যাপক কৃষ্ণা দাশ বলেন, মানবতা হলো সকল ধর্মের মূল মর্মবাণী। চিত্তবান–বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের অসহায় জনগোষ্ঠীও সামনে এগিয়ে যেতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।












