আদর্শ শিক্ষা

মিতা দাশ | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারলেও সত্যিকার মানুষ বানাতে পারে না। সত্যিকার মানুষ হতে হয় নিজের চেষ্টায়। পাঠ্যপুস্তকের বিদ্যা একজন মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু স্বশিক্ষিত করতে পারে না। স্বশিক্ষিত হতে গেলে প্রয়োজন মূল্যবোধ, আন্তরিকতা, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা। আশেপাশে যাদেরকে অশিক্ষিত ভাবেন তাদেরকে সম্মান করুন। নয়তো আপনার নিজের শিক্ষা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বৃষ্টির জল যখন কোনও পরিষ্কার পাত্রে পড়ে তখন তা সুপেয় পানি হিসেবে খাওয়া যায়। যখন বৃষ্টির পানি নদীতে বা সমুদ্রে পড়ে তখন তা ব্যবহারের উপযোগী থাকে, কিন্তু বৃষ্টির পানি যখন কোন নর্দমায় পড়ে তখন তা পা ধোয়ার উপযুক্ততাও থাকে না। আবার বৃষ্টির জল যদি পদ্ম পাতায় পড়লে তা মুক্তোর মত জ্বলজ্বল করে আর মুক্তার উপর পড়লে তো কথাই নেই সে জল নিখাদ মুক্তই হয়ে যায়। আসলে বৃষ্টির জল তো একটাই কিন্তু সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই লোকে বলে ‘সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ’। যখন ভালো কিছু পাবেন তা পরিষ্কার পাত্রের মত নিজের মনে স্বশিক্ষায় ধারণ করুন।

আত্মঅহংকারী না হয়ে সহযোগিতামূলক ব্যবহার শিখুন। জীবনে কখন কী হবে কেউ বলতে পারে না সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতার প্রয়োজন কতটা জরুরি ও ছাতার কোথায় ছিদ্র?

তেমনি বিপদ না আসলে বোঝা যায় না কে কতটা আপন বা কার আচরণ কেমন?

শিক্ষা শুধু সার্টিফিকেটে আটকে থাকে না, বাস্তব জীবনের প্রেক্ষাপট অনেক বেশি শিক্ষিত করে তোলে মানুষকে। ভালো ব্যবহার দিন, তার বিনিময়ে ভালো ব্যবহার নিন। মানুষকে সম্মান করুন পরবর্তীতে দ্বিগুণ সম্মান প্রাপ্ত হোন। আসলে যেমনটা দিবেন পুনরায় তেমনটিই ফিরে পাবেন। সুন্দর পোশাক, দামী গাড়ি বাড়ি, বড়লোক, উচ্চপদ কর্মকর্তা, অনেক বেশি সার্টিফিকেট অর্জিত মানুষের পাশাপাশি সাধারণ মানুষকেও ভালোবাসুন, কারণ প্রতিটি মানুষের আলাদা আলাদা গুণ থাকে। একজন সাধারণ মানুষের যে গুণ আছে তা হয়তো অনেক ডিগ্রি ধারীর নাও থাকতে পারে। সকল মানুষকে সমান ভালোবাসুন ও সমান সম্মান দিন তবেই আপনার শিক্ষা যথার্থ বলে পরিগণিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপুঁথিসাহিত্য বাংলাসাহিত্যের গুরুত্বপূর্ণ অধ্যায়
পরবর্তী নিবন্ধযে ফুল না ফুটিতে, ঝরে গেলো অবনীতে