আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদান রাখতে হবে

আদর্শ শিক্ষক ফেডারেশন দক্ষিণ জেলার সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা অসম্ভব।

গতকাল শনিবার পটিয়া উপজেলার হল টুডে কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আহসান উল্লাহ। সম্মেলনে আইআইইউসির সাবেক প্রোভিসি ড. আবু বকর রফিক বলেন, নীতিহীন শিক্ষা ব্যবস্থা জাতির শিক্ষা হতে পারে না। জাতির মুক্তির জন্য কুরআনের শিক্ষার বিকল্প নেই। আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে সব গুণাবলী রয়েছে আজকের শিক্ষক সমাজকে সেই সব গুণের অধিকারী হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চবি প্রফেসর আ হ ম আলী বলেন, সমাজে আদর্শ শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা সেক্রাটারি অধ্যক্ষ বদরুল হক, উত্তর জেলা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীসহ কলেজ, মাদ্রাসা ও স্কুল শিক্ষক প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই
পরবর্তী নিবন্ধঢাকায় এসেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী