আত্মিক টানের জন্য অপেক্ষা

মাহমুদা মৌ | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

কেউ অপেক্ষা না করলেও

আমি করি

দারুণ অভিনব কায়দায়

অপেক্ষা করি

দুরন্ত নদ তোমার জন্য।

আশ্চর্য শিকড়ের টানে আটকে আছি আমি এখনো।

আমার হৃদয়ে মাঠের নরম মাটি

ঝাঁঝালো গন্ধময় আঘ্রাণ

বড়ই তলার ঝরে পরা বড়ই কুড়ানোর

দিনগুলো নাড়া দেয় খুউব ;

হেঁটে আসি পেছনের স্বপ্নময় দিনগুলোতে,

শুনতে পাই,

স্রোতস্বিনী নদীর কলকল করে বয়ে চলার শব্দ

ঘন বাঁশবনের পাতার খসখস শব্দ

সন্ধ্যা হলেই জোনাকি পোকার গান

কিছু সহজ সরল মনের মানুষের

আশা জাগানিয়া গল্প,

জেগে থেকেও স্বপ্নে আমি হেঁটে বেড়াই

সুনিবিড় ছায়াঘেরা মায়াময় আত্মিক গ্রামে।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধমাথার উপর আকাশ ছাড়া