আত্মা পরিশুদ্ধ না হলে জীবনের কোনো কিছুই সুন্দরভাবে পরিচালিত হয় না

বায়তুশ শরফে আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

আল্লামা শায়খ সাইয়্যেদ সালমান হোসাইনী নদভী কর্তৃক আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীকে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চবি শ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আল্লামা আ ক ম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আত্মার পরিশুদ্ধির জন্য হক্কানী পীরের কাছে বাইয়াত গ্রহণ অপরিহার্য। বহুমুখী এলম অর্জনের মাধ্যমে বিশেযজ্ঞ আলেম হওয়া যায় বটে, আত্মা পরিশুদ্ধ না হলে বহুমুখী এলম অর্জনকারী আলেমদের জীবনের কোনো কিছুই সুন্দর ও সুস্থভাবে পরিচালিত হয় না। অধ্যাপক শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মর্তুজা ছিদ্দিক, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নূরী, নুরুল কবির, হারুনুর রশিদ, মোজাম্মেল হক, অধ্যাপক জামাল উদ্দিন, মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজনেস ফেয়ার