ইদানীং মানুষ বিজ্ঞানের গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের দক্ষতা যোগ্যতা সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার যে প্রয়াস চালাচ্ছে তাতে প্রতিনিয়ত বহুমাত্রিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই কিছু সাফল্য কৃতিত্ব অর্জন করতে পারলেও যারা পারছে না বা অকৃতকার্য হচ্ছে তারা ব্যক্তিগত মানসিক পারিবারিক সামাজিক নানান মারাত্মক ব্যাধি এবং অবসাদে ভুগছে। ভুগছে হীনম্মন্যতায়ও। পাশাপাশি আছে সমাজে অশুভ অসুস্থ নোংরা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত প্রতিযোগিতা। চলছে একজনের অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা। সাফল্য কৃতিত্ব অর্জন যখন থাকে অধরা তখন হতাশা অবসাদ হীনম্মন্যতা মানসিক যন্ত্রণা প্রতিনিয়ত তাঁদেরকে কুঁড়ে কুঁড়ে খায়। বেকারত্ব পারিবারিক পারিপার্শ্বিক যন্ত্রণা প্রেমে ব্যর্থতা তথাকথিত ফ্রী মিক্সিং আগ্রাসী আকাশ সংস্কৃতির কুফল ডিভাইস আসক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের বিপর্যয়ের কারণে অনেকে মাদকাসক্ত হয়ে যায়। যারা সময়ের ও যুগের বাস্তবতা উপলবদ্ধি এবং ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে নিজেকে মানিয়ে নিতে পারে তাঁদের ভেতর হতাশা ক্ষোভ না পাওয়ার বেদনা প্রবলভাবে কাজ করে না। যারা জীবন চলার পথে নিজেদেরকে ব্যর্থ অকৃতকার্য অসফল মনে করে এবং জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারে না তাঁদের অন্তরে রাগ দুঃখ ক্ষোভ হতাশা প্রবল থেকে প্রবলতর হয়ে হৃদয়ে ক্ষত এবং রক্তক্ষরণের সৃষ্টি করে। বাস্তবতা আর নিয়তিকে অস্বীকার করে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের মতো আত্মহননের পথ বেঁচে নেয়া বোকামি।
তাঁরা ভুলে যায় সকল প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার নামই জীবন। মানুষের জীবন মানে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার অবিরাম অন্তহীন চেষ্টা প্রচেষ্টা প্রয়াস। বরং প্রতিকূলতাকে স্বীকার না করে আত্মহত্যার পথে হাঁটা কাপুরষতার পরিচয় বহন করে। একজন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ কখনোই আত্মহত্যার পথ বেঁচে নিতে পারে না। হতে পারে না ভীরু কাপুরুষ। আত্মহত্যা মোটেও জীবনের কোনো সার্থক সমাধান নয়। মনেপ্রাণে বিশ্বাস করা উচিৎ পরাজয়ে ডরে না বীর। সবাই ভালো থাকুক নিজের মতো করে সেই প্রত্যাশা রইলো।