আত্মসমালোচনা আলোকিত মানুষ গড়ার সহায়ক

বর্ণমালার হাটের মাসিক সভা

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

বর্ণমালার হাটের মাসিক সভা গতকাল বুধবার লালদীঘি পাড়স্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি সনজয় আচার্য্যের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক প্রণব কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন আত্মসমালোচনা বর্তমান সময়ের প্রত্যেক মানুষের প্রয়োজন। আত্মসমালোচনা কারী মানুষ নিজের অধিকারের প্রতি যেমন সজাগ থাকে, তেমনি অন্যের অধিকারের প্রতি থাকে শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। এই কারণে শিশুকাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আত্মসমালোচনামূলক শিক্ষার অভ্যাস গড়ে তোলার শিক্ষা দেওয়া প্রয়োজন। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রিগ্যান আচার্য্য, অ্যাডভোকেট মিন্টু আচার্য্য, কর আইনজীবী সুমন বৈদ্য, কান্তি সেন, মান্না দে, আব্দুল শুক্কুর, সৈকত সেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধড্রেজার বসিয়ে বালু উঠানোর সময় আটক ২