আত্মসমর্পণ করা জলদস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও কক্সবাজারের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া এলাকার আত্মসমর্পণকৃত ৭৭ জন জলদস্যুদের মাঝে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেনের পক্ষ থেকে ঈদউল ফিতরের উপহার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবন যাপনের উপর এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন র‌্যাব৭ পতেঙ্গা চট্টগ্রামের অধিনায়ক কর্নেল মো. মাহবুব আলম। অতিথি ছিলেন র‌্যাব৭ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার, সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার নুরুল আবছার, বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় আলোচিত আত্মসমর্পণকারী আবদুল হাকিম (বাইশ্যা) বলেন, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, ৩০ বছর পর শান্তিতে ঘুমাতে পারতেছি তার জন্য। চট্টগ্রামের র‌্যাব৭ এর পক্ষ থেকে প্রতিটি উৎসবে উপহার প্রদান করে, এবার দিয়েছে তাই আমরা সবাই খুশি। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, আলোরপথের অভিযাত্রীরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য র‌্যাবের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে সব সহযোগিতা করা হবে। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই দিকে নজর রাখতে হবে।

চট্টগ্রাম র‌্যাব৭ এর অধিনায়ক মাহবুব আলম মতবিনিময় সভায় বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাইযারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের ছোট ছোট মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধকাল গ্যালেরিয়াতে চট্টগ্রাম সাহুর নাইট শুরু
পরবর্তী নিবন্ধপ্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে বিশেষ সম্মাননা পদক প্রদান