টেস্ট কিংবা টি-টোয়েন্টি নয়, বাংলাদেশ দলের পছন্দের ফরম্যাট হচ্ছে ওয়ানডে। কারন এই ওয়ানডেতেই সবচাইতে বেশি সফল বাংলাদেশ। সে প্রিয় ফরমেটে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার। নিজেদের মাটিতে সবশেষ সিরিজে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সেটা বলাই যায়। যদিও ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক তামিমকে নিয়ে বেশ শংকা ছিল। তারপরও পুরোপুরি সুস্থ নাহলেও তামিম খেলবেন ওয়ানডে সিরিজে। যদিও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেনা টাইগার শিবির। একজন হচ্ছে মুশফিকুর রহিম। যিনি বাবা-মার অসুস্থতার খবরে দেশে ফিরে এসেছেন। আর অপরজন পেসার মোস্তাফিজুর রহমান। যিনি সামান্য ইনজুরিতে পড়ায় খেলার সম্ভাবনা কম।
জিম্বাবুয়ে সফরটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের সিরিজে নিজেদের ক্যারিয়ারের সবচাইতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। একদিকে টেস্ট সিরিজে জয় আর অপরদিকে নিজেদের মাটিতে সবশেষ সিরিজে শ্রীলংকাকে হারানো সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার শিবির। জিম্বাবুয়ে দলটি এখন আর সে আগের জিম্বাবুয়ে নেই। এক সময়ের জায়ান্ট কিলার জিম্বাবুয়ে এখন নিজেদের হারিয়ে খুঁজছে। তার উপর দেশটির ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যা দলটিকে আরো বেশি পর্যদুস্ত করেছে। যার প্রমাণ মিলেছে টেস্ট সিরিজে। তারপরও দলটিতে রয়েছে বেশি কিছু ভাল ক্রিকেটার। যারা যেকোন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। বাংলাদেশও প্রস্তুত সিরিজ জিততে। দলের অধিনায়ক তামিম ইকবাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার চোখ সিরিজ জয়ের দিকে। জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের পরিসংখ্যানে এখনো এগিয়ে স্বাগতিকরা। দু দল এ পর্যন্ত ৭৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে জিম্বাবুয়ের জয় ৪৭টি আর বাংলাদেশের জয় ২৮টি। তবে দু দলের সবশেষ দেখাও এগিয়ে বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচেই তিনশর বেশি রান করেছিল টাইগাররা। কাজেই সেই স্মৃতিও এখনো তাজা। তাই অনেক কিছুকে নিজেদের পক্ষে নিয়ে আজ থেকে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে আজকের ম্যাচটি। সরাসরি দেখা যাবে জি টিভি এবং টি স্পোর্টসে। একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যান এবং বোলাররা দারুন খেলেছেন। তিনজন করেছেন সেঞ্চুরি। দুজন করেছেন হাফ সেঞ্চুরি। বল হাতে সাকিব, মিরাজ, তাসকিনরা দিলেন দারুন সফল। তবে ওয়ানডে সিরিজেও টেস্ট সিরিজের সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ। যেখানে দায়িত্বটা নিতে হবে তামিম, লিটন, সাকিব, মাহমুদউল্লাহ এবং তরুণ আফিফ, নাঈমদের।
মোস্তাফিজ অনিশ্চিত হয়ে যাওয়ায় বোলিং এর দায়িত্বটা সাইফউদ্দিন, রুবেল, তাসকিনদের। আর স্পিনে বরাবরের মত ভরসা সেই সাকিব এবং মিরাজ। সে সাথে আফিফ, মাহমুদউল্লাহরা রয়েছেন ব্যাকআপ হিসেবে। শক্তিমত্তা এবং অভিজ্ঞতা সব দিক থেকেই বাংলাদেশ দল এগিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের চাইতে। তবে সেটা মাঠে কাজে লাগাতে হবে টাইগারদের। যদিও টাইগার দলপতি তামিম বলছেন তাদের সামনে উদাহরণ হিসেবে আছে টেস্ট ম্যাচটি। সেটিকে অনুসরণ করতে চায় ওয়ানডে সিরিজেও।