বাংলা চলচ্চিত্রের তিন উজ্জ্বল নক্ষত্র সুচন্দা, ববিতা ও চম্পা। সম্পর্কে তারা আপন তিন বোন। তাদের মধ্যে বড় সুচন্দা। চলতি বছরের জানুয়ারিতে ওপেন হার্ট সার্জারি করার পর থেকেই অনেকটা ঘরবন্দি দিন কাটছে তার। তবে অলস এই সময়টাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। সুচন্দা লিখছেন আত্মজীবনী। এর পাশাপাশি ইবাদত-বন্দেগিতেও করেছেন মনোনিবেশ। সবমিলিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন চল্লিশ বছরেরও বেশি সময় অভিনয় করা ষাটের দশকের এই গুণী অভিনেত্রী। কেমন কাটছে বর্তমান দিনকাল, জানতে যোগাযোগ করা হয় কিংবদন্তি অভিনেত্রী সুচন্দার সঙ্গে। সুচন্দা বলেন, নিজের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা এক সুতায় বাঁধার চেষ্টা করছি। বলা যায়, ঘরবন্দি সময়টাকে কাজে লাগানো। অবশ্য আত্মজীবনী লেখার ইচ্ছা আগে থেকেই ছিল। সময় বের করতে পারিনি বলে এতদিন হয়ে ওঠেনি। এখন চেষ্টা করছি সেটি গুছিয়ে লিখতে। আশা করছি, শিগগিরই কাজটি শেষ হবে।