আড়াই কোটি টাকার আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিমসহ পাচার ও চোরাচালান চক্রের এক নারী সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। আটক রেদামা মারমা (৪৮) বান্দরবানের রোয়াংছড়ি আঙ্গাপাড়া এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।

সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সূত্রে জানা যায়আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারবারি বান্দরবানের রোয়াংছড়িতে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই সংবাদে গত রোববার বিকেলে ওই এলাকায় র‌্যাব১৫ অভিযান চালিয়ে রেদামা মারমাকে আটক করে।

পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটক রেদামা মারমা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়বিক্রয় এবং দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভার ৯৭ টি মসজিদে তারাবির অনুদান