ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট শিকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক পেসার বেন স্টোকস। তার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে ইংলিশরা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ৯৬ রান যোগ করে ৩৫৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।