মানুষ ও পশু চিকিৎসায় ব্যবহৃত মোট আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত ৯ মে অধিদপ্তরের জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩ তম সভায় এসব ওষুধের (৮ পদের) রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
রেজিস্ট্রেশন বাতিল করা ওষুধসমূহের মধ্যে মানব চিকিৎসায় ব্যবহৃত চার ধরনের ওষুধ হল– ১. র্যাবিপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫.২৯৪ এমজি (র্যাবিপ্রাজল সোডিয়াম বিপি ২০ এমজিসহ)। ২. ব্রোমেলেইন ৫০ এমজি + ট্রিপসিন ১ এমজি ট্যাবলেট, ব্রোমেলেইন ইউএসপি ৫০ এমজি + ট্রিপসিন বিপি ১ এমজি। ৩. অ্যাস্টাজান্থিন আইএনএন ২ এমজি (সফট গেলাটিন ক্যাপসুল এন্ড পাউডার ফিলড হার্ড গেলাটিন ক্যাপসুল)। ৪. অ্যাস্টাজান্থিন আইএনএন ৪ এমজি (সফট গেলাটিন ক্যাপসুল এন্ড পাউডার ফিলড হার্ড গেলাটিন ক্যাপসুল)।
আর পশু (ভেটেরিনারি) চিকিৎসায় ব্যবহৃত চার ধরনের ওষুধের মধ্যে রয়েছে– ১. সেফট্রিয়াজোন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াজোন ০.২৫ জি ইউএসপি/ভায়াল (অ্যাজ স্টেরাইল সেফট্রিয়াজোন সোডিয়াম ইউএসপি)। ২. লিভোফ্লোক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ এমজি ইকুইভেলান্ট টু লিভোফ্লোক্সাসিন ১০ এমজি/১০০ এমএল সল্যুশন (১০%) ওরাল সল্যুশন। ৩. এছাড়া মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোপ্রোফেন এবং ৪. প্রাণি চিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সকল ডোসেজ ফরম (ওরাল সল্যুশন এন্ড ইনজেক্টেবল ফর্ম) বাতিল করা হল মর্মে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।












