আট দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ এনজিও কর্মকর্তার

আজাদী প্রতিবেদন  | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

 

 

চন্দনাইশ উপজেলার রওশন হাট থেকে আট দিন আগে নিখোঁজ হন এনজিও কর্মকর্তা শাহাদাত। এখনো তার সন্ধান মিলেনি। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের পরিবার। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ এনজিও কর্মকর্তা শাহাদাতের ভগ্নিপতি আবদুল্লাহ আল নোমান সুমন বলেন, গত ২৪ মে রাতে রহস্যজনক ভাবে চট্টগ্রামের চন্দনাইশের রওশন হাট থেকে নিখোঁজ হন বেসরকারী ক্ষুদ্র ঋণ প্রদনকারী সংস্থা প্রত্যাশীর ফিল্ড অফিসার শাহাদাত। এর দুদিন পর শাহাদাতের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে বলা হয় ম্যানেজার আমাকে বাঁচতে দিল না। ম্যানেজারের কাছে শাহাদাত দুই লাখ টাকা পাওনা ছিল। এ নিয়ে ২৫ মে চন্দনাইশ থানায় জিডি করা হলেও এখনো হদিস মিলেনি নিখোঁজ শাহাদাতের।

এসময় শাহাদাতের বাবা বদিউল আলম তাঁর ছেলেকে ফেরত পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে শাহাদাতের ভাই রিয়াদ উদ্দিন সাইমুন, মা ফাতেমা আক্তার, নিখোঁজ শাহাদাতের স্ত্রী তাহমিনা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রীর সঙ্গে শিল্পপতি আবদুস সালামের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিশ্ব দুগ্ধ দিবসে আজ চট্টগ্রামে সভা, র‌্যালি