আটাব মহাসচিব ও আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্যানেল প্রধান আব্দুস সালাম আরেফ বলেছেন, আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ প্যানেলে নির্বাচিত হলে সদস্যদের কল্যাণে সদস্য বান্ধব স্মার্ট আটাব গঠন করা হবে। সদস্যদের মৃত্যুকালীন ফান্ড বর্তমানে ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকায় উন্নীত করা, অনলাইন ট্রাভেল এজেন্টের দৌরাত্ম্য নিরসনে নীতিমালা প্রণয়ন, টিকেট সিন্ডিকেট বন্ধ করা ও এয়ার লাইন্সের ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হবে। তিনি সম্প্রতি নগরীর একটি হোটেলে হোটেল আটাব গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, আটাব মহাসচিব আব্দুস সালাম আরেফ। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির ইভিপি এইচ এম মুজিবুল হক শাকুর। বিশেষ অতিথি ছিলেন হাবের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু। প্রধান বক্তা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট আফসিয়া জান্নাত সালেহ। বক্তব্য দেন, প্রফেসর মাওলানা মুনির উদ্দিন, আব্দুল খালেক, এম শাহিনুজ্জামান, মো. ফজলুল হক, ইদ্রিস মিয়া প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মোরশেদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।