আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে গতকাল বুধবার দামপাড়াস্থ পুলিশ লাইন্স শুটিং ক্লাব সম্মেলন কক্ষে সংস্থার ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তসলিম উদ্দিন। প্রয়াত সদস্য ও আঞ্জুমানের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়ে শাহাদাৎবরণকারী সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনাওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হারুন সালাম, শাহেদুল আলম কাদেরী, শবাগার রক্ষক আজগর খান ও ড্রাইভার মো. জহিরুল ইসলামের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত আঞ্জুমানে অবদান রেখে যারা মৃত্যুবরণ করেছেন ও আঞ্জুমান কর্তৃক দাফনকৃত বেওয়ারিশ লাশের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। বার্ষিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী। বার্ষিক হিসাব বিবরণী উপস্থান করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) ও সহসভাপতি হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহসভাপতি আসফিকুজ্জামান আকতার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) পংকজ দত্ত, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (স্টাফ অফিসার) স্পীনা রানী প্রামানিক। সভায় নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী (আরজু), সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গণি, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আজীবন সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুবাইদা মুনাওয়ার, কে এম ফজলে এলাহী টিপু, সাইফুদ্দিন আহম্মদ সাকী, মো. মহিউদ্দিন, আবদুর রাজ্জাক, এ কে এম সরওয়ার আলম, সিরাজ উদ্দিন, জয়নুল আবেদীন, এ এইচ এম হাবিবুল্লাহ, এস এম জমির উদ্দিন, জামাল আহমেদ কবির, মো. মহিউদ্দিন, মেহের আলী চৌধুরী, আবু কালাম ভূঁইয়া, মো. রেজাউর রহমান পারভেজ, এমদাদুল আজিজ চৌধুরী, আবু বকর সিদ্দিকী, সাজেদুল হক হাসান, এস এম জমির উদ্দিন, শামসুল আলম, এ এস এম শহীদুল আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মো. আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল।

শুভেচ্ছা বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি সবাইকে আঞ্জুমানের হাসপাতাল ও ভবন র্নিমাণে এগিয়ে আসার আহ্বান জানান। সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজ সমাপনী বক্তব্যে স্বচ্ছতার সাথে ভবন নির্মাণের গুরত্বারোপ করেন। এমন একটি সংস্থার সভাপতির দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে উল্লেখ করেন। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাপিয়া সারোয়ার লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ব্যবস্থা করব