আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের টেকনিক্যাল উপ-কমিটির সভা

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের টেকনিক্যাল উপকমিটির এক সভা গত গত ৯ অক্টোবর আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। প্রধান অতিথি ছিলেন উপপুলিশ পুলিশ কমিশনার ( স্টেট এন্ড ডেভেলাপমেন্ট) প্রকৌশলী মো. ফেরদৌস আলী চৌধুরী। সভায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের বহুতল ভবন র্নিমাণ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কন্সালটেনদের বিল অনুমোদন করা হয়। এতে সংস্থার এতিমখানা মেরামতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মো.আশেকে এলাহী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি, টেকনিকেল কমিটির সদস্য সচিব প্রকৌশলী এস এম শহীদুল আলম,সহকারী পরিচালক মো. সেলিম নাসের,সাইট ইঞ্জিনিয়ার মো. আবেদুর রহমান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধএই নির্বাচনে নোংরা রাজনীতি করার আর সুযোগ হবে না