আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে নির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল হালিশহরস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিমখানা পরিদর্শনে যান। গতকাল বুধবার এতিমখানা পরিদর্শনে নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। জনকল্যাণে নতুন কর্মসূচি হাতে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরিশেষে আঞ্জুমানের সাথে সম্পৃক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত ও দেশ জনগণের কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহসভাপতি ও এতিমখানা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ সর্দার, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য হরমুজ শাহ বেলাল ও নির্বাহী সদস্য মো. ওসমান গনি। প্রেস বিজ্ঞপ্তি।