আঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সেবা মূলক কাজের অংশ হিসেবে মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বিভাগীয় শাখা কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি এম এ মালেক। সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এ কে শামসুদ্দীন খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মতিলাল দেওয়ানজী, ইঞ্জিনিয়ার সরওয়ার খান, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, হাজী আবু তাহের মো. সেলিম নাসের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিসিটি, এনসিটি টার্মিনাল ব্যক্তি মালিকানায় দেওয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়াও
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে বৃহত্তর সিএন্ডএফ এজেন্টস ঐক্য পরিষদের সাক্ষাৎ