সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসির চেয়ারম্যান শামসুল আলম শামীম আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামকে অনুদানের চেক হস্তান্তর করেন। গতকাল বৃহস্পতিবার সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি’র চেয়ারম্যান ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ–সভাপতি শামসুল আলম শামীমের কাতালগঞ্জস্থ অফিস কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরীর কাছে ১লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি’র পরিচালক মো. হাসান, ম্যানেজার (অর্থ) মো. ফারুক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহকারী পরিচালক মো. সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।