আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের আয়োজনে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদে আমান শাহ বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩ ফেব্রুয়ারি নগরীর চকবাজার জয়নগর লেইনে আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল–মাদানী। বক্তব্য রাখেন আবদুল হাই শাহ, হাফেজ মো. লেয়াকত আলী, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জাকির হোসাইন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ গবি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।