আঞ্চলিক ভাষাকে গানের সুরে ছড়িয়ে দিতে যুগান্তর স্বজন আহসান আরিফ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

সম্প্রতি মীরসরাইয়ের একটি আন্তর্জাতিক কবিতা উৎসবে আহসান আরিফের গান শুনে সম্ভাবনাময় শিল্পী ও গীতিকবিকে পুরস্কৃত করেন নাট্যজন ও দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। সম্প্রতি অনলাইনে গান সাড়া পাচ্ছে ব্যাপকভাবে। ‘আধা রাইতুত আঁজি যাইগো তোঁয়াই ন পাই মন, তোঁয়ার লাই বুলি বুক ফাডি যার ও পরানর ধন’ আহা কি গানের ছন্দ। কি রসালো কথায় বউকে কাছে ডাকার আহবান, সত্যিই মন কেড়ে নেবার মতোই। বলছি আহসান আরিফ এর দুবাই ওয়ালার বউ’ শিরোনামের গানটির কথা। গীতিকবি আহসান আরিফের সুর ও কন্ঠে ছোট্ট গানটি ইউটিউব থেকে ফেসবুকে বেশ সুনাম কুড়াতে দেখা গেছে। তিনি ২০০৪ থেকে গান লিখলেও গীতিকবি হিসাবে সবার কাছে পরিচিতি পান ‘অ ভাবী’ শিরোনামের গানটি দিয়ে। তারপর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর। একের পর এক গান লিখার আহবান আসে। শিল্পীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে চট্টগ্রামের আরেক বেতার ও টেলিভিশন গীতিকবি শাখাওয়াত উল্লাহ রিপন বলেন, এমন প্রতিভাবান তরুণরা আগামীদিনে চট্টগ্রামের ভাষাকে কেন্দ্র করে সুরের জগতে কাজ করলে অবশ্যই আমরা সৃজনশীলতায় সুখ্যাতি অর্জন করবো। তার লিখা আঞ্চলিক গানগুলো সিপ্লাস থেকে প্রচারিত হয়ে থাকে। সর্বশেষ সিপ্লাস টিভির মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুলেছি ‘দুবাই ওয়ালার বউ’ শিরোনামের গানটি। নিজের কথা নিজের সুরে নিজেই কন্ঠ দিয়েছেন তিনি। গানটির মিউজিক করেছে জনপ্রিয় কন্ঠ শিল্পী মিউজিক ডিরেক্টর শাহীন রানা।

শিল্পী আহসান আরিফ বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে উপজিব্য রেখে আমি আঞ্চলিক লোক ঐতিহ্য প্রজন্মের কাছে ধরে রাখতে কাজ করে যাচ্ছি। আশা করছি সকলের ভালবাসা পেলে তা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্সের সাথে ড্র করে অপেক্ষা বাড়লো কিষোয়ানের
পরবর্তী নিবন্ধউচ্চারকের ‘কবি ও কাব্যকথার সমন্বয়’