বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম জেলা দল আগেই। আজ আঞ্চলিক সেরা হওয়ার পালা। টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজিত চট্টগ্রাম জেলা দল। আগের পাঁচ ম্যাচের একটিতেও হারেনি চট্টগ্রাম । কেবল একটি ম্যাচে ড্র করেছে স্বাগতিক কঙবাজারের কাছে। সবশেষ ম্যাচে ফেনী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে নামার আগে এক ধাপ এগিয়ে রয়েছে চট্টগ্রাম। তার উপর আজকের ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। তাই নিজেদের মাঠে জিতে শিরোপা উৎসব করতে চায় চট্টগ্রাম জেলা দল। এবারের বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচ গুলো হচ্ছে হোম এন্ড এওয়ে ভিত্তিতে। সেখানে আগের ম্যাচে ফেনী জেলা স্টেডিয়ামে স্বাগতিক ফেনী জেলা দলকে হারিয়ে এগিয়ে থাকল চট্টগ্রাম। আজ ন্যুনতম ড্র করলেও চ্যাম্পিয়ন হবে চট্টগ্রাম জেলা দল। যদিও দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ জানিয়েছেন তিনি জয় ছাড়া আর কিছু ভাবছেন না। জিতেই শিরোপা উৎসব করতে চান।
আগের ম্যাচ গুলোতে তার দল যেভাবে খেলেছে সে খেলাটাই এই ফাইনালে আশা করেন জাহেদ। ফুটবলাররাও মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিতে। জাতীয় পর্যায়ে খেলার যে সুযোগ এসেছে সেটা হাতছাড়া করতে চায় না ফুটবলাররা। টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে চট্টগ্রাম জেলা দল শুরু থেকে সেটা ধরে রাখতে আজ মাঠে নামবে। নিজেদের মাঠে আজকের ম্যাচটি শুরু হবে বিকেল ৪ টায়।