আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি

রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবিতে রাঙামাটিচট্টগ্রাম সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রজনতার সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হলেও এটি মূলত পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিফিএফ) কর্মসূচি। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য অংসাজাই মার্মার সভাপতিত্বে ও শিক্ষার্থী অমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী উমেচিং মার্মা ও সুইহ্লামং মার্মা।

এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংবিধান সংস্কার থেকে শুরু করে দেশের অনেক কিছু সংস্কার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ সংস্কার করা হলেও আমরা যদি দেখি ১৯৯৯ সালে হাসিনার আমলে আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। সেই হাসিনা আমলে চেয়ার লোভী সন্তু বাবুরা এত বছর ধরে অবৈধভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় রয়েছেন। তারা মানববন্ধন থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির ৪৬তম সভা
পরবর্তী নিবন্ধদুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে