আজ সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই বাংলাদেশ নারী ক্রিকেট দলের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:১১ অপরাহ্ণ

এবারের নারী এশিয়া কাপে বাংলাদেশ দল শুরুটা করেছিল হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছিল নিগার সোলতানা জ্যোতির দল। এরপর অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগার নারীরা। গত সোমবার রাতে থাইল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নারী দল। আজ আরেকটি জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জিততে পারলে এবারের এশিয়া কাপের সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ মালয়েশিয়া নারী দল। বাংলাদেশ সময় আজ দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ দল ২০১৮ সালে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিরাট সাফল্য নিয়ে এসেছিল সেদিন টাইগার নারীরা। এরপর আর নারী এশিয়া কাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। গত আসরেতো সেমিফাইনালেও যেতে পারেনি। তার ওপর টাইগার নারীদের পারফরম্যন্সও তেমন ভালনা। ঘরের মাঠে ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে হেরেছে সবকটি ম্যাচে। তারপরও ভাল কিছু করার আশা নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে গিয়েছিল টাইগার নারী দল। এরই মধ্যে টুর্নামেন্টে প্রথম জয় পেলেও আজ দ্বিতীয় ম্যাচে জিততে হবে টাইগার নারীদের। প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া মোটেও কঠিন হওয়ার কথা নয় নিগার সোলাতানা জ্যোতির দলের। টুর্নামেন্টে এরই মধ্যে দুটি ম্যাচেই হেরেছে মালয়েশিয়া নারী দল। তাই আজ বাংলাদেশ জিতলেই পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট। আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা দারুন করেছেন। বোলাররা যেমন ছন্দ ফিরে পেয়েছে তেমনি ব্যাটাররাও ফিরেছে রানে। যদিও থাই নারীরা ৯৬ রানের বেশি করতে পারেনি। সে লক্ষ্য টপকাতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশ দলকে। তাই ছন্দে ফেরা বাংলাদেশ দল আজ আরো একটি জয় তুলে নিতে চায় জ্যোতিরা। যাতে সেমিফাইনালটা নিশ্চিত করা যায়।

পূর্ববর্তী নিবন্ধআজ-কালের মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রাম আসছেন
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে জয়ের জন্যই খেলতে চান পেসার খালেদ আহমেদ