আজ সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়ার উদ্বোধন

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতি: পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ২১টি প্রতিষ্ঠানের ৮৩৭ জন নিবাসী শিশু ৩২টি ইভেন্ট এ অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্কুল হকিতে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল রানার্স আপ
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা