দেখতে দেখতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষের দিকে চলে আসছে। আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। যারমধ্যে আজ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। এরপর দুটি সেমিফাইনাল এবং সবশেষ ফাইনাল ম্যাচ বাকি। গত ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও আসল লড়াই শুরু হয় ২৩ অক্টোবর থেকে। ১৭ থেকে ২২ অক্টোবর ছিল কোয়ালিফায়ার পর্ব। যেখান থেকে চারটি দল এসে যোগ দেয় সুপার টুয়েলভ পর্বে। ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের আসল পর্ব। এরপর গতকাল পর্যন্ত শেষ হয়েছে ২৯টি ম্যাচ । এই রাউন্ডে আর একটি মাত্র ম্যাচ বাকি। সে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত এবং নামিবিয়া। এই ম্যাচটি দু দলের জন্যই আনুষ্টানিকতার এক ম্যাচে পরিণত হয়েছে। কারণ এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালের চারটি দল নির্ধারিত হয়ে গেছে। গ্রুপ-১ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং গ্রুপ-২ থেকে পাকিস্তান এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্ব্কাপে অন্যতম ফেবারিট দল ছিল ভারত। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বিশ্্বকাপ শুরু ভারত পরের ম্যাচে হেরে বসে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু পরের ম্যাচ গুলো জিতলেও গতকাল আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় ভারতকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই। আরেক ফেবারিট দল ছিল দুই বারের চ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজ। কিন্তু একটি মাত্র ম্যাচে জিতেছে ক্যারিবীয়রা। ফলে বিদায় নিতে হয়েছে সেমিফাইনালের আগে। বরাবরের মত এবারেও দুর্ভাগা দলটির নাম দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে অষ্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সমান চারটি ম্যাচে জিতেছে প্রোটিয়াসরা। কিন্তু নিট রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অথচ তরুন এই দলটি দারুন খেলছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচাইতে হতাশ করা দলটির নাম বাংলাদেশ। অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলেও হার দিয়ে শুরু হয় কোয়ালিফায়ার পর্ব। শেষ পর্যন্ত সুপার টুয়েলভ পর্বে জায়গা করে নিলেও সেখানে পাত্তাই পায়নি কোন দলের কাছে। সবকটি ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে টাইগারদের। তার মধ্যে আবার শেষ দুই ম্যাচে অল আউট হয়েছে যথাক্রমে ৮৪ এবং ৭৩ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রান করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রান করেছে মাত্র ১১ জন টাইগার মিলে। শ্রীলংকা দুটি ম্যাচ জিতলেও পারেনি সেমির দিকে যেতে।
তবে দুই নবাগত দল স্কটল্যান্ড এবং নামিবিয়া নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। আজকের পর বাকি থাকতে তিনটি ম্যাচ। আগামী ১৪ নভেম্বর ফাইনালে কোন দুটি দল যাবে সে জন্য অপেক্ষা এখন ক্রিকেট বিশ্বের।