‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ১১ তম দিন গতকাল সোমবার সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে কালপুরুষ নাট্য সমপ্রদায় পরিবেশন করে নাটক ‘নির্ভার’। রচনা নির্দেশনা আবহ আলোক পরিকল্পনায় ছিলেন শান্তনু বিশ্বাস। পুনঃনির্মাণ করেন শুভ্রা বিশ্বাস। নাটকে দেখা যায় –দ্রুত পরিবর্তনশীল নাগরিক সমাজে ভোগবাদ বা কনজ্যুমারিজমের দাপট। মনটাকে, ভাবনাকেও ঠিক রাখা যাচ্ছে না। তার একটা প্রচণ্ড প্রভাব পড়েছে ঘরে বাইরে আর সংসারে দাম্পত্যে। ভালোবাসার বিকল্প ভালোবাসা। সংকট, অপরিপূর্ণতার কষ্ট, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ঘাটতি, আকাঙ্ক্ষার ভেঙে পড়ার টুকরো টুকরো স্মৃতি, ইচ্ছে অপূর্ণতার তীব্র দহন, সাধ্যাতীতের সঙ্গে সাধ্যের সীমা ও তার দ্বন্দ্ব। তারপরও আসে দাম্পত্য স্বস্তি ও প্রশান্তি, নির্ভার হয়ে ওঠার সুবর্ণ সময়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন, সনজীব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস ও প্রবীর পাল। সন্ধ্যে ৬ টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্যকর্মী দিলরুবা খানমের সঞ্চালনায় মুক্তমঞ্চে মেজবাহ চৌধুরী নির্দেশিত মূকাভিনয় ‘পরিচ্ছন্ন রোদ্দুর’ পরিবেশন করে সাইলেন্ট থিয়েটার। দলীয় সঙ্গীত পরিবেশন করে স্বরলিপি সঙ্গীত ফোরা, সঙ্গীত পরিচালনায় অনিন্দিতা শেখর চৈতী। আজ উৎসবের শেষ দিনে সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে নাটক ‘রাজারাণী’ পরিবেশন করবে প্রতিনিধি নাট্য সমপ্রদায়। সন্ধ্যে ৬ টায় মুক্তমঞ্চে একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। দলীয় নৃত্য পরিবেশন করবে হেরিটেজ অব হিলস। শেষে থাকবে নাট্যকর্মী সমাবেশ। প্রেস বিজ্ঞপ্তি।












