আজ শিল্পকলায় পাঠক উৎসব

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

শৈলী প্রকাশনের উদ্যোগে দিনব্যাপী পাঠক উৎসব আজ সকাল ৯.৫৯ টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসব উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, সিআইইউ উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. আনোয়ারা আলম। উদ্বোধনী পর্বের পর থাকছে ‘কেমন বই চাই’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত। আলোচনায় থাকবেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীন খান।

দ্বিতীয় অধিবেশনে বিকেল সাড়ে ৩টায় থাকছে ‘বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করবেন আমিনুর রশীদ কাদেরী। বিকেল ৪.৪৫ টায় থাকছে মুক্ত আলোচনা। বিষয় : বইয়ের পাঠক কীভাবে বৃদ্ধি করা যায়। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। বিকেল সাড়ে ৫টায় পাঠকের মুখোমখি হবেন প্রখ্যাত সাহিত্যিক, শব্দঘর সম্পাদক, বাংলা একাডেমির ফেলো মোহিত কামাল। প্রেস বিজ্ঞপ্তি।