১০৭তম লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কনভেনশন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ফেব্রিকো ওলিভিরার সভাপতিত্বে গত ১৩ থেকে ১৭ জুলাই আমেরিকার অরলান্ডো শহরে অনুষ্ঠিত হয়। কনভেনশনে অংশগ্রহণ করেন জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে হাজারও লায়ন নেতৃবৃন্দ।
২০২৫–২০২৬ সেবাবর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট এপি সিংহ ২০২৫–২০২৬ সেবাবর্ষের পৃথিবীর সকল জেলার জেলা গভর্নরবৃন্দদের শপথগ্রহণ করান। ইন্টারন্যাশনাল কনভেনশনে শপথ গ্রহণসহ বিভিন্ন সেমিনার ও সেশন অংশগ্রহণ শেষে জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু আজ রেলযোগে ১১:৪৫ মিনিটে পুরাতন রেলস্টেশনে পৌঁছাবেন। কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, রিসিপশন কমিটির চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, সেক্রেটারি লায়ন শুভ নাজ জিনিয়া, ট্রেজারার লায়ন খলিল উল্ল্যাহ চৌধুরী সাকিব লায়নদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।