পবিত্র মাহে রবিউল আউয়াল উদ্যাপন উপলক্ষ্যে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার উদ্যোগে ও ইসলামী বই মেলা পরিষদের ব্যবস্থাপনায় মাদ্রাসার মাঠে আজ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইসলামী বইমেলা। বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রসিদ্ধ প্রকাশনাগুলো অংশ গ্রহণ করবে। বইমেলায় দেশের বিভিন্ন লেখক ও সাহিত্যিকরা অংশ নেবেন। নতুন ও পুরাতন লেখকদের মিলনমেলায় পরিণত হবে ইসলামী বইমেলা। বই মেলা উদ্বোধন করবেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত থাকবেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। প্রেস বিজ্ঞপ্তি।







