আজ মুক্তিযোদ্ধার হয়ে মাঠে নামছেন এলিটা কিংসলে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুটবল মাঠ বেশ ভালই পরিচিত এলিটা কিংসলের কাছে। বাংলাদেশী বনে যাওয়া এই নাইজেরিয়ান ফুটবলার ২০১৮ সালে খেলেছিলেন কাস্টমস এস সির পক্ষে। তবে তখন ছিলেন তিনি বিদেশি ফুটবলার। পাঁচ বছর পর আবার চট্টগ্রামের ফুটবল লিগে খেলতে নামছে এলিটা। তবে এবারে তিনি বাংলাদেশের ফুটবলার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। আজ চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে মাঠে নামবেন। লিগের আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ শতদল ক্লাব। গতকাল এলিটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে মুক্তিযোদ্ধা। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির, দলের সহকারী কোচ শহজাহান সামি, কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এহসানুল হক চৌধুরী ইমাদ সহ কর্মকর্তারা।