ভাষা সৈনিক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী বদিউল আলম চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে কাট্টলীস্থ দারুছ সালাম জামে মসজিদে সকাল ১০ টায় খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে বিকাল সাড়ে ৫ টায় লালদিঘীর দক্ষিণে পাড়ে সিটি কর্পোরেশন মাহবুব উল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরি হলে মরহুমের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। সভাপতিত্ব করবেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।