পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটাররা। তবে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত থেকে মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে রয়েছেন যথেষ্ট সিরিয়াস। আর সেই ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিন টটি–টোয়েন্টি ম্যাচ খেলতে আজ দেশ ছাড়বেন ক্রিকেটাররা। দুপুর ১টা ৫মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করার কথা ক্রিকেটারদের। তার আগে অবশ্য বিমান বন্দরে গণমাধ্যমে কথা বলবেন টাইগার অধিনায়ক শান্ত। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে। এছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান। রাত সাড়ে দশটায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পা রাখার কথা এই টাইগারদের প্রধান কোচের। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এদিকে বিদেশি বাকি কোচরাও ইতমধ্যে ঢাকায় অবস্থান করছেন। এদিকে ভারত সফরকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরেই দেশি কোচদের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা। মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে চলেছে অনুশীলন। ভারতে টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহার হওয়া এসজি বল নিয়ে লম্বা সময় পার করেছেন ক্রিকেটাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শেষে মাঠে গড়াবে সিরিজের তিনটি টি–টোয়েন্টি ম্যাচ।